অর্ধশতরান পার করলো গুজরাট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অর্ধশতরান পার করলো গুজরাট


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাট ও হায়াদ্রাবাদ। ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে হায়াদ্রাবাদ। গুজরাটের হয়ে অপরদিকে পিচ সামালাচ্ছে ঋদ্ধি ও শুভমন। এই মুহূর্তে গুজরাটের রান ৬৮।