প্রধান ও উপপ্রধান-এর বিরুদ্ধে দলেরই একাংশের অনাস্থা প্রস্তাব নিয়ে তৈরি জল্পনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রধান ও উপপ্রধান-এর বিরুদ্ধে দলেরই একাংশের অনাস্থা প্রস্তাব নিয়ে তৈরি জল্পনা

​নিজস্ব সংবাদদাতা,অন্ডাল: উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-এর বিরুদ্ধে দলেরই একাংশের অনাস্থা প্রস্তাব আনা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও বিক্ষুব্ধদের দাবি অনাস্থা নয়, এদিন বিডিও সাহেবের সাথে দেখা করে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি মাত্র। উখড়া গ্রাম পঞ্চায়েতে বর্তমান প্রধান, উপপ্রধান-এর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযোগে সবর দলেরই সদস্যদের একাংশ। তাদের অভিযোগ, প্রধান-উপপ্রধান নিজেদের ইচ্ছামত পঞ্চায়েত চালাচ্ছেন। অন্য সদস্যদের গুরুত্ব দেওয়া হয় না। মিটিং-এও তাদের ডাকা হয় না বলে অভিযোগ। ফলে অন্য পঞ্চায়েত সদস্যরা নিজের নিজের এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারছে না। যার ফলে স্থানীয়দের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ। দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। বুধবার 14 জন বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য অন্ডাল বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সাথে দেখা করেন। প্রধান-উপপ্রধান-এর বিরুদ্ধে তারা অনাস্থা আনতে চেয়ে আবেদন জানিয়েছেন বলে জল্পনা ছাড়ায়। বিডিও সুদীপ্ত বিশ্বাস এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বিক্ষুব্ধ সদস্যদের মধ্যে সরণ সাইগল, উৎপলা চ্যাটার্জী-রা জানান অনাস্থা নয়, পঞ্চায়েতের কাজ কর্ম নিয়ে অভাব অভিযোগ জানাতে বিডিও-এর সাথে এদিন তারা দেখা করি। দলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল বলেন, 'দলের পরিষ্কার নির্দেশ রয়েছে দলকে না জানিয়ে অনাস্থা আনা যাবে না। কোনও অভাব অভিযোগ থাকলে দলকে জানাতে হবে।' অনাস্থা না অভিযোগ ঠিক কি কারণে এদিন বিক্ষুব্ধ সদস্যরা বিডিও'র সাথে দেখা করেন সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা।