আসানসোলে পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠনের দাবি বিজেপির

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোলে পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠনের দাবি বিজেপির

​নিজস্ব সংবাদদাতাঃ আসানসোল পুরবোর্ড পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারস্থ হলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি। মঙ্গলবার তিনি চিঠি দিয়ে জানান - পশ্চিমবঙ্গ পুর আইন (2006) অনুসারে সর্বাধিক 60 দিনের মধ্যে মেয়র পারিষদ নির্বাচিত করার কথা। কিন্তু আসানসোলের ক্ষেত্রে তা হল না। 60 দিন অতিক্রান্ত হলেও এখনও মেয়র পারিষদ নির্বাচিত করা হয়নি। যা আইন বিরুদ্ধ। আসানসোল পুরসভার 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি জানান - এর ফলে বিভিন্ন পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তাই তিনি প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছেন, অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য। যদি এতেও সমস্যার সমাধান না হয় তাহলে আইনের দ্বারস্থ হবেন তিনি। প্রায় একই অভিমত 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস এম মোস্তাফার। তিনি বলেন, 'সমস্ত পরিষেবা এক জায়গা থেকে দেওয়া সম্ভব নয়। এরকম ভাবে বোর্ড গঠন কোনও দিন দেখিনি।'
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মেয়র বিধান উপাধ্যায় বলেন, 'মানুষ পরিষেবা থেকে বঞ্চিত তা তারা বাড়িতে বসেই জেনে গেলেন। দু তিনদিনের মধ্যেই পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়ে যাবে। মানুষের পরিষেবা দিতে তৃনমূলের সমস্ত কাউন্সিলর বদ্ধপরিকর।'