নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে ঘর গোছাতে শুরু করেছে শাসক দল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতার মালবানদীতে তৃণমূল-এর বুথ কমিটি গঠনের কাজ শুরু করলেন তৃণমূল নেতৃত্ব। সকল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে অঞ্চলে ঘুরে ঘুরে সংগঠন গোছানোর কাজে ব্রতী হলেন তৃণমূল কংগ্রেস নেতারা।