নিজস্ব সংবাদদাতাঃ আগুনে পুড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা এলাকায়। মঙ্গলবার দুপুরে বাড়িতে ভাত রান্না করার সময় হঠাৎই শাড়ির আঁচলে আগুন লেগে যায়। তারপরেই গোটা শরীরে আগুন লেগে যায় ।বাড়িতে কেউ না থাকায় মৃত্যুর মুখে ঢলে পড়ে ওই গৃহবধূ। স্থানীয়রা আওয়াজ শুনে বাড়িতে এলে ততক্ষণে মৃত্যু হয়েছে ওই সুমিত্রা নায়েক নামে গৃহবধূর। তার পরিবার এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। সাঁকরাইল থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। কিভাবে ওই গৃহ বধূর মৃত্যু হলো ময়না তদন্তের পরই জানা যাবে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। তবে ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।