New Update
/anm-bengali/media/post_banners/Dg8iPqHBZRVGnc3DDpQM.jpg)
নিজস্ব প্রতিনিধি -আজ আগরতলার নরসিংগড় স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়ালে বৃদ্ধ আবাসের এক নতুন দ্বার উদঘাটন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর সেখানে গিয়েই বয়স্কদের প্রিয় হয়ে উঠলেন তিনি।নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, "গুরুজনদের আশীর্বাদ প্রাপ্তি হচ্ছে জীবনের অন্যতম বড় প্রাপ্তি।আর একসাথে যখন এতজন মাতৃসম ও পিতৃসম অভিভাবকদের আশীর্বাদ ও স্নেহ পাওয়ার সৌভাগ্য হয় তখন আনন্দে আপ্লুত হওয়াটাই স্বাভাবিক।আজ নরসিংগড়স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল বৃদ্ধ আবাসের বয়স্ক আবাসিকদের সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর সুযোগ হয়।তাদের স্নেহের আলীঙ্গন পেয়ে ও মন খুলে তাদের সঙ্গে কথা বলে আমি অভিভূত।আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমায় রাজ্যবাসীর জন্য কাজ করতে আরও শক্তি ও উৎসাহ যোগায়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us