মমতার পাশে থাকার বার্তা! হঠাৎ বেসুরো অর্জুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মমতার পাশে থাকার বার্তা! হঠাৎ বেসুরো অর্জুন


নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান সময়টা ভাল যাচ্ছে না রাজ্য বিজেপির। দলের অভ্যন্তরে একের পর এক নেতার বিদ্রোহে জেরবার বঙ্গ বিজেপি। এরই মধ্যে এবার ফের বেসুরো অর্জুন সিং। পাট চাষিদের দুরবস্থা নিয়ে একযোগে আক্রমণ শানালেন রাজ্য-কেন্দ্রকে। তবে রাজ্যের তুলনায় কেন্দ্রকেই বেশি দুষলেন তিনি। দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যে চটকল শ্রমিকদের দুরাবস্থার জন্য সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের। একইসঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের অন্দোলনের পাশে থাকা উচিৎ বলে মত অর্জুনের।