নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ৭৬ দিনের ব্যবধানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসবেন তিনজন। এর আগে ১৯৯১ সালে একই বছরে তিনজন প্রধান বিচারপতি পেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে ২০২২ সালে। এনভি রামানা বাদে এবছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে থাকতে দেখা যাবে উদয় ইউ ললিত এবং ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়কে।