নিজস্ব সংবাদদাতা : উপত্যকায় এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গী। রবিবার দুপুরে এনকাউন্টার শুরু হয় পুলওয়ামার পাহু এলাকায়। এনকাউন্টারে এলইটি সংগঠনের তিন সন্ত্রাসী আটকে পড়েছে বলে জানিয়েছিলেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই জঙ্গি নিকেশ হয়েছে। তবে, অভিযান এখনও চলছে।