New Update
/anm-bengali/media/post_banners/LsGwwS79QmlSSbUbh3iG.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভূকম্পনে কেঁপে উঠলো কারগিল। কম্পণ অনুভূত হয় কারগিলের উত্তর-উত্তর পূর্বের ১৯৫ কিলোমিটার এলাকায় লাদাখে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪.২। কম্পন অনুভূত হয় ২টো ৫৩ মিনিটে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের তীব্রতা জোরালো না হলেও ছড়িয়েছে চাঞ্চল্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us