New Update
/anm-bengali/media/post_banners/EsLD8pIxcx6B9dDdov1a.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুরানা চিটফান্ডকাণ্ডে ধৃত শান্তিলাল সুরানাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সাধারণ মানুষের টাকা হাতিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন শান্তিলাল। তাঁর নজরে সবসময়ে থাকতেন বিত্তশালীরা। বালিগঞ্জের কুইন্স পার্কে তাঁর ১৫ হাজার বর্গফুতের বিলাসবহুল পেন্ট হাউস অবধি রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, টোপ দিয়ে টাকা হাতিয়ে জমি কিনতেন শান্তিলাল। তারপর সেই জমি বন্ধক দিয়ে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us