নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। এর পর শনিবারই গরু পাচারকাণ্ডে তাঁকে তলব করে সিবিআই। ডাক্তারের ‘কমপ্লিট বেড রেস্ট’ প্রেসক্রিপশন ঠেকিয়ে সেই হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূল সভাপতি। কিন্তু শনিবার সন্ধ্যায় আরও একটি নোটিস যায় অনুব্রতর কাছে। ভোট পরবর্তী হিংসা মামলায় রবিবার দুপুরে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এই হাজিরাও এড়িয়ে গেলেন তিনি। অনুব্রতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইকে চিঠি দেন তাঁর আইনজীবী।