সিবিআইয়ের ভাত খেতেই হবে , অনুব্রতকে খোঁচা দিলিপের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সিবিআইয়ের ভাত খেতেই হবে , অনুব্রতকে খোঁচা দিলিপের

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ রবিবার সকালে খড়গপুর ষ্টেশনে চা খেতে গিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআই বিষয়ে খোঁচা দিলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "উনি তো আর দেশ ছেড়ে চলে যেতে পারবেন না আজ হোক বা কাল হোক সিবিআইয়ের কাছে যেতেই হবে। এর আগেও যারা ভুবনেশ্বরে গিয়েছিলেন তারাও অনেক নাটক করেছিলেন । কিন্তু ওখানকার ভাত খেয়ে আসতে হয়েছিল । উনি যদি কোনও অন্যায় না করে থাকেন তাহলে সোজা গিয়ে দেখা করে সোজা কথা বলে আসা উচিত । আর যদি গণ্ডগোল করে থাকেন তাহলে একদিন না একদিন ঐখানে যেতে হবে"। এছাড়াও মাওবাদী প্রসঙ্গে তিনি বলেন, "কিছু না সবই নাটক। কোথাও কোনও মাওবাদী নেই, কিছু নেই সবই ঠান্ডা। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য নাটক করে ভয় দেখানো হচ্ছে"। একদিকে অনুব্রত মণ্ডল অন্যদিকে মাওবাদী দুই প্রসঙ্গেই শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।