'স্বৈরাচারীর' বিরুদ্ধে রুখে দাঁড়াতে নন্দীগ্রামের জনসভায় শুভেন্দু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'স্বৈরাচারীর' বিরুদ্ধে রুখে দাঁড়াতে নন্দীগ্রামের জনসভায় শুভেন্দু



নিউজ ডেস্কঃ পূর্ব মেদিনীপুরঃ- পশ্চিমবঙ্গের "স্বৈরাচারী শাসক" ২০২১সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের জনগণের সুচিন্তিত ভোট দানে নন্দীগ্রাম বিধানসভায় পরাজিত হয়,এই "স্বৈরাচারী শাসকের" পরাজয়ের বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভায় অংশ গ্রহণ করলেন এই পরাজয়ের মূল কান্ডারী জননেতা এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।