New Update
/anm-bengali/media/post_banners/hyZtEc3LbKRZUU825Vr0.jpg)
দুর্গাপুর, নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার শ্রমিক নগরের ফুচকা বিক্রেতা রামপ্রসাদ সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগে তোলপাড় হয়েছে দুর্গাপুর। শুক্রবার সকালে সেভ ডেমোক্রেসির কলকাতা থেকে রাজ্য সম্পাদক চঞ্চল চক্রবর্তী ও সদস্য অমিতাভ চক্রবর্তীর দুই সদস্যের প্রতিনিধি দল বিদ্যাসাগর পল্লীর রামপ্রসাদ সরকারের বাড়িতে আসেন। সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সেভ ডেমোক্রেসির কর্মকর্তারাও। পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেন তারা। আইনি সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us