জাতীয় সড়কের ওপর দিনদুপুরে চলল গুলি, আহত ১

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জাতীয় সড়কের ওপর দিনদুপুরে চলল গুলি, আহত ১

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ দিনদুপুরে ঝাড়গ্রামের ৬ নম্বর জাতীয় সড়কের ওপর চলল গুলি। গুলিবিদ্ধ হয় ১ যুবক। আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাটি শনিবার দুপুরে নেতুরা থেকে চন্দ্রী মোড়ের মধ্যে ৬ নম্বর জাতীয় সড়কের মধ্যে ঘটে। গুলিতে আহত যুবকের নাম সুদীপ মহাপাত্র (২৫)। সুদীপের বাড়ি চন্দ্রী এলাকার নয়াগ্রামে। সুদীপ স্থানীয় একটি রেশন দোকানের কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ এদিন চন্দ্রী মোড়ের দিক থেকে নেতুরার দিকে যাচ্ছিল। সেই সময় সুদীপকে একটি বাইক করে ২ জন দুষ্কৃতী ধাওয়া করে। দুষ্কৃতীরা সুদীপকে বারবার দাঁড়াতে বললেও সুদীপ দাঁড়ায়নি। ওই দুষ্কৃতীরা প্রথমে শূন্যে এক রাউন্ড গুলি করে। শূন্যে এক রাউন্ড গুলি চালানোর পরেও সুদীপ না থামায় সুদীপকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে সুদীপের কোমরে। সুদীপের গুলি লাগতেই জাতীয় সড়কের ছিটকে পড়ে যায় সে। দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে সুদীপকে আরও একটি গুলি করে। তারপরে সুদীপের বাইক, মোবাইল ও মানিব্যাগ নিয়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। সুদীপকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহনপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। মোহনপুর থেকে সুদীপকে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দিনদুপুরে গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে নেতুরা এলাকায়। আক্রান্ত সুদীপ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে সাংবাদিকদের বলেন, "আমি আসছিলাম, সেই সময় দুই জন আমায় গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়"।​