আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার বীরত্বের পরে মেসির পক্ষে ব্যালন ডি '

author-image
Harmeet
New Update
আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার বীরত্বের পরে মেসির পক্ষে ব্যালন ডি '

 নিজস্ব সংবাদদাতা : লিওনেল মেসির রেকর্ড এবং কৃতিত্বের তালিকা এতটাই চিত্তাকর্ষক যে কখনো কখনো সেগুলি হাইলাইট করে রাখা অপ্রয়োজনীয় বলে মনে হয়। মেসির হৃদয় ও প্রাণে আছে আর্জেন্টিনা। শনিবার আর্জেন্টিনা ইকুয়েডকে ৩ - ০ গোলে হারিয়ে টানা চতুর্থ কোপা সেমিফাইনাল পেয়েছিলো। মেসি কোপা বা ইউরো ২০২০ র সাথে জড়িত অন্য খেলোয়াড়দের চেয়ে চারটি গোল এবং পাঁচটি খেলায় ৪টা এসিস্টেন্ট সহায়তা করে। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়।



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm