ডিআরডিও কলকাতা পরিদর্শন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডিআরডিও কলকাতা পরিদর্শন

নিজস্ব সংবাদদাতাঃ এবার ডিআরডিও এর কলকাতা শাখা পরিদর্শন করল প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। মিলিমিটার ওয়েভ সেমিকন্ডাক্টর ডিভাইস ও সিস্টেমস কেন্দ্র পরিদর্শন করেছে এই কমিটি। ভবিষ্যতে ডিআরডিওকে আরও উন্নততর করে তুলতে এই পরিদর্শন। এছাড়াও ডিআরডিও এর প্রযুক্তিকে আরও উন্নততর করে তুলতে বৈঠক হয় এদিন।