New Update
/anm-bengali/media/post_banners/kMnhg03C4n1vt6wTEfWO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ডিআরডিও এর কলকাতা শাখা পরিদর্শন করল প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। মিলিমিটার ওয়েভ সেমিকন্ডাক্টর ডিভাইস ও সিস্টেমস কেন্দ্র পরিদর্শন করেছে এই কমিটি। ভবিষ্যতে ডিআরডিওকে আরও উন্নততর করে তুলতে এই পরিদর্শন। এছাড়াও ডিআরডিও এর প্রযুক্তিকে আরও উন্নততর করে তুলতে বৈঠক হয় এদিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us