রকি আর রানীর পরিবারের সঙ্গে পরিচয় হয়েছে আপনার?

author-image
Harmeet
New Update
রকি আর রানীর পরিবারের সঙ্গে পরিচয় হয়েছে আপনার?

​নিজস্ব সংবাদদাতাঃ আজ মুক্তি পেয়েছে আলিয়া- রনবীরের পরবর্তী সিনেমা 'রকি অউর রানী কি প্রেম কাহানী'-এর পোস্টার। এর পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যন্ডেলে একটি ভিডিও পোস্ট করেন রণবীর সিং। সেই ভিডিওটিতে রণবীর তথা রকি এবং রানী তথা আলিয়ার পরিবারের সঙ্গে পরিচয় করিয়েছেন অভিনেতা। এই সিনেমায় রকির মা ও বাবার ভূমিকায় অভিনয় করবেন জয়া বচ্চন ও ধর্মেন্দ্র অন্যদিকে রানীর মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাবানা আজমিকে ।



প্রবীণ এই কলাকুশলীদের সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন অভিনেতা।






আরও খবরঃ

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9013

/

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9010


For more details visit

www.anmnews.in


Follow us at

https://www.facebook.com/newsanm