ক্রেডিট লাইনে ডিজেল পাঠিয়ে শ্রীলঙ্কাকে সাহায্য ভারতের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ক্রেডিট লাইনে ডিজেল পাঠিয়ে শ্রীলঙ্কাকে সাহায্য ভারতের

নিজস্ব সংবাদদাতাঃ  চরম সঙ্কটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। ফাঁকা হয়ে গিয়েছে অর্থ ভাণ্ডার, নেই জ্বালানি, খাদ্যপণ্য। নিজেদের ‘ঋণখেলাপী’ হিসাবেও ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কা। এই কঠিন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের দিকে ক্রমাগত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত। দফায় দফায় পাঠানো হয়েছে পেট্রোল-ডিজেল ও খাদ্যশস্য। বৃহস্পতিবার ফের আরেক দফায় শ্রীলঙ্কায় পাঠানো হল ডিজেল। কেন্দ্রের তরফে ক্রেডিট লাইনের অধীনে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়েছে, বিগত দুই মাসে শ্রীলঙ্কায় প্রায় ৪ লক্ষ মেট্রিক টন জ্বালানি পাঠানো হয়েছে। ক্রেডিট লাইনের অধীনে এই নিয়ে মোট চার দফায় শ্রীলঙ্কায় জ্বালানি সরবরাহ করল ভারত।