বিক্ষোভ চলাকালীন বিডিও অফিসে বিদ্যুৎস্পৃষ্ট তৃতীয় শ্রেণীর ছাত্রী!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিক্ষোভ চলাকালীন বিডিও অফিসে বিদ্যুৎস্পৃষ্ট তৃতীয় শ্রেণীর ছাত্রী!


দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ আমাদের স্কুলে বসার উপযুক্ত শ্রেণীকক্ষ চাই ও আমাদের সুরক্ষা চাই - এই দাবিতে প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন তৃতীয় শ্রেণীর এক খুদে পড়ুয়া হঠাৎই অসুস্থতা বোধ করে। এরপরে ওই ছাত্রী ব্লকের শৌচাগারে যায়। অভিযোগ, শৌচাগারের দরজা খোলার সময় একটি ইলেকট্রিক খোলা হোল্ডার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ছাত্রী। শিশুটি চিৎকার শুরু করে। খবর পেয়ে তার অভিভাবক ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় আক্রান্ত শিশুটিকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ব্লক অফিস চত্বরে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লক অফিসে। তবে ছত্রী ১ নম্বর প্রাথমিক স্কুলের ছাত্রী অঙ্কিতা গিরি আপাতত সুস্থ আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে খোদ সরকারি বিডিও অফিস চত্বরে অসাবধানতার ছবি দেখা গেল। অনেকেই বিডিও'র উদাসীনতাকেই দায়ী করছেন।