দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে এলাকাবাসীর বহুদিনের দাবি মেনেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্প বড়নলগেড়্যা জোন-২ এর উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। তিনি জানিয়েছেন, 'প্রায় ৮কোটি টাকা ব্যয় করে এই নলবাহিত পরিশ্রুত পানীয়জল প্রকল্পের উদ্বোধন করা হল। এলাকাবাসীর বহুদিনের দাবি মেনেই পানীয়জল প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এখানে স্থানীয় এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকের সমস্ত বাড়িতেই আগামী চব্বিশ সালের মধ্যে পরিশুদ্ধ পানীয়জল পৌঁছে যাবে। তবে জলের অপচয় বন্ধ করতে হবে। মানুষকে আরও সচেতন হতে হবে।' উপস্থিত ছিলেন বিধায়ক তরুণ মাইতি, সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা মাইতি, উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস, ব্লকের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, সমাজসেবী প্রদীপ দাস, সত্যব্রত দাস ও রাজকুমার দুয়ারী এবং সুখেন্দু জানা সহ অন্যান্য অতিথিরা। রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি এগরার সর্বোদয় গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।