New Update
/anm-bengali/media/post_banners/SBgGAN1kdgWupDfsRWP9.jpg)
নিজস্ব প্রতিনিধি -যুক্তরাজ্যের (UK) রাজবংশ তথা দ্য রয়েল ফ্যামিলির টুইটার পেজ থেকে এক ছবি শেয়ার করা হয়।সেই ছবিতে রাণী দ্বিতীয় এলিজাবেথের ছোট বেলা ফুটে উঠেছে। ৯৬তম জন্মদিন উপলক্ষে রাণী এলিজাবেথের বাচ্চাকালের সেই ছবিটি ভাগ করা হয়েছে। রাজপরিবারের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ছবিটি ১৯২৮ সালের যুবতী রাজকুমারী এলিজাবেথকে দেখা যায়, যখন তার বয়স ছিল মাত্র দুই বছর।সেই পোস্টে লেখা রয়েছে "তখন, ১৯২৮ সাল, তিনি রানী হবেন তা কখনই আশা করা যায়নি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us