আসানসোলে পানীয় জলের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোলে পানীয় জলের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ


রাহুল পাসোয়ান,আসানসোলঃ আসানসোলে বেশ কয়েকটি ওর্য়াড-এ পানীয় জলের দাবিতে আসানসোল পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেসের নেতৃত্ব। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।পানীয় জল এবং গারুই নদী সংস্কারকে সামনে রেখে এ বিক্ষোভ বলে জানা গিয়েছে। কংগ্রেস-এর তরফ থেকে জানা গিয়েছে পরবর্তী পর্যায়ে স্বরকলিপি মেয়ের হাতে তুলে দেওয়া হবে।