/anm-bengali/media/post_banners/0YK0WJTFEoRGH5SWmuS5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বিনয়োগ টানতে মরিয়া রাজ্য সরকার। ফলে গত দু'বছর পর বুধবার থেকে ফের শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক শিল্পপতি। সেইসঙ্গে এদিন হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন রাজ্যপাল বলেন, সাংবিধানিক প্রধান হিসেবে সকলে স্বাগত জানাচ্ছি। দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিতেজ তকমা দিয়েছে। বাংলা আজ যা ভাবে কাল তা গোটা দেশ ভাবে। গোপাল কৃষ্ণ গোখলে যা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাই বলেছেন। মোদী লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট নীতি নেন। মোদী চান সকলের সুরক্ষা, সকলের উন্নতি। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার ক্ষমতা আছে বাংলার। শিল্প স্থাপনে বাংলা আদর্শ জায়গা। আশা করি আগামী দিনে উন্নয়নের পথ বাণিজ্য সম্মেলন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us