নিজস্ব সংবাদদাতাঃ বিএসএফের সঙ্গে বৈঠকে নবান্ন। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আজ অর্থাৎ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য। নবান্নের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের তরফে স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের পদস্থ অফিসাররা বৈঠকে উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্তগুলিতে সীমানা পরিধি বাড়ানোর প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে।