নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে জুনে। ইতিমধ্যে তা আরও বাড়ানোর দাবি উঠেছে। এই পরিস্থিতিতে পরোক্ষ করের হারে বদল আনতে পারে জিএসটি পরিষদ। উদ্দেশ্য, এক ঢিলে দুই পাখি মারা। এক দিকে রাজস্ব আদায় বাড়িয়ে পরিকাঠামোর জন্য টাকা জোগাড়। অন্য দিকে রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণের উপরে নির্ভরশীলতা কমানো। সূত্রের খবর, সে ক্ষেত্রে ৫ শতাংশের করের হার তুলে দিয়ে বেশ কিছু পণ্যে চাপানো হতে পারে ৮ শতাংশ কর।