মাওবাদী পরিস্থিতি রুখতে তৎপর ডিজি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাওবাদী পরিস্থিতি রুখতে তৎপর ডিজি

বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃপশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফর সেরে আজ বাঁকুড়ায় পৌছান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেখানেই উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে জেলার মাওবাদী পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠকে বাঁকুড়ার ডিআইজি, জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা। দুপুরের খাবার সেরে ডিজি রওনা দেবেন পুরুলিয়ার উদ্যেশ্যে,এমনটাই খবর পুলিশ সূত্রে।