বিষ্ণুপুর থানার নবনির্মিত হলের উদ্বোধন করলেন ডিজি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিষ্ণুপুর থানার নবনির্মিত হলের উদ্বোধন করলেন ডিজি

বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফর সেরে রবিবার বাঁকুড়ায় পৌছান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। বাঁকুড়া পুলিশ লাইনে পৌঁছানোর পর সেখান থেকেই ভার্চুয়াল মোডে বিষ্ণুপুর থানার নবনির্মীত ভবনের উদ্বোধন করেন ডিজি।