New Update
/anm-bengali/media/post_banners/uKUc0FKI8J3U67Zo3NFo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হিমাচল প্রদেশ। জানা গিয়েছে, শনিবার ভরমুরে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা ও প্রশাসনের সহায়তায় পুলিশ ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। চম্বা জেলার অতিরিক্ত এসপি বিনোদ ধীমান বলেন, ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে। ওই তিন যুবক গ্রাম পঞ্চায়েত উল্লানসার বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাত পর্যন্ত এই অভিযান চালায় পুলিশ, দমকল ও পর্বতারোহী দল। কিন্তু, রাভির উচ্চ জলস্তর এবং নদীতে পৌঁছানোর পথ না থাকায় সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে রবিবার ফের যুদ্ধকালীন তৎপরতায় খোঁজ চালানো হয়। এরপর তাঁদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় বলে জানায় পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us