New Update
/anm-bengali/media/post_banners/Mh8LdlnPbR2rFG9WuBGb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শহিদ মিনারে চলছে এসএসসির শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের রিলে অনশন। রবিবার ১০ দিনে পা দিয়েছে এসএসসির শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের রিলে অনশন কর্মসূচি। ইতিমধ্যেই রিলে অনশন মঞ্চে ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ৩ জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয় ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us