অশোকনগরে নয়া তেল-গ্যাস ভান্ডারের হদিস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অশোকনগরে নয়া তেল-গ্যাস ভান্ডারের হদিস


নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে অশোকনগরের বাইগাছি এলাকায় আগেই তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছিল 'ওএনজিসি'। এখন সেখানে নিয়মিত উত্তোলনের কাজ চলছে। এবার সেই অশোকনগরেরই দৌলতপুরে তেল-গ্যাস মজুত থাকার ইঙ্গিত মিলল। ওএনজিসি কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক সমীক্ষার পরে মনে করা হচ্ছে ভান্ডার আছে। এ জন্য শীঘ্রই কূপ খননের কাজ শুরু হবে। মাটির ২.৭ কিলোমিটার নীচে প্রাকৃতিক সম্পদের সন্ধান মিলতে পারে।