সম্পত্তির দখল নিতে ডাইনি অপবাদ! শোরগোল মেদিনীপুর সদরে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সম্পত্তির দখল নিতে ডাইনি অপবাদ! শোরগোল মেদিনীপুর সদরে

 
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যযুগীয় বর্বরতা! সম্পত্তি হাতানোর চেষ্টায় ডাইনি অপবাদে এক পরিবারকে হেনস্তার অভিযোগ। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামে। ওই এলাকায় এক পরিবারের মহিলাকে পাড়ার কিছু লোকজন ডাইনি অপবাদ দিয়ে নানারকম অত্যাচার করে। এমনকি মারধর করে বাড়ি ছাড়ার হুমকিও দেয় বলে অভিযোগ। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গুড়গুড়িপাল থানায় জানিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের এক মহিলা সোনালী (নাম পরিবর্তিত) বলেন, "দু'বছর ধরে আমার শাশুড়িকে ওরা ডাইনি বলে হেনস্তা করে। প্রায় অশান্তি লেগে আছে। মাঝে কিছু দিন চুপ ছিল। আবার শুরু করেছে। গুড়গুড়িপাল থানার পুলিশ এসে সমাধান করে গিয়েছিল। তারপরও বৃহস্পতিবার রাতে লাঠি নিয়ে মারতে আসে ওরা। রাতে আবার পুলিশ এসে সামাল দেয়। আমরা আতঙ্কে রয়েছি।" বিজ্ঞানের শিক্ষকরা মনে করছেন, সম্পত্তি দখল এবং ব্যক্তিগত আক্রোশ থেকে প্রত্যন্ত গ্রাম এলাকায় এখনও এধরণের কুসংস্কার লক্ষ্য করা যাচ্ছে। সমাজে ওই পরিবারকে বিভিন্ন ভাবে ছোট করার চেষ্টায় বিভিন্ন কুসংস্কারকে আঁকড়ে ধরা হচ্ছে। ঘটনায় প্রতিবেশী পতই দোলই, দীনেশ দোলই, নমিতা দোলই, শম্ভু দোলই সহ নয় জনের নামে অভিযোগ জানিয়েছে বলে পরিবারের থেকে জানানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তৃণমূল নেতা মানস দে মানছেন, সমস্যার কথা। তবে তিনি বলেন, মূলত জায়গা নিয়ে ওদের সমস্যা। দুই পক্ষের ঝগড়ার সময় হয়তো ডাইনি বলে গালিগালাজ করেছিল। গ্রামে ডাইনি অপবাদ দেওয়া হয়নি কাউকে। তাও যে সমস্যা রয়েছে আলোচনা করে দ্রুত মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দেন মানস দে।