/anm-bengali/media/post_banners/SLEMdLfgYxakZbD2U1Hu.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি)
শূন্যপদ- মোট ০৪ টি। (UR- ০৩,OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল এ পাস সঙ্গে এক বছরের কাজ করার অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (রিপ্রো ফটো)
শূন্যপদ- মোট ০২টি। (UR- ০১,SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল এ পাস সঙ্গে এক বছরের কাজ করার অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ফার্ম)
শূন্যপদ- ০১ টি। (UR- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা ভোকেশনালে পাস সঙ্গে এক বছরের কাজ করার অভিজ্ঞতা অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকা প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (কলকাতা) -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটটি হলো www.isical.ac.in , অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8998​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us