জলের খোঁজে কুয়োয় নামছেন মহিলারা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জলের খোঁজে কুয়োয় নামছেন মহিলারা

নিজস্ব সংবাদদাতা : জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। জলের খোঁজে তাই প্রাণের ঝুঁকি নিয়েই কুয়োয় নামছেন মহিলারা। এর মাঝে কখনও আবার পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে। নাসিকের রোহিলে গ্রামের মহিলাদের রোজের রুটিন এটি। এ প্রসঙ্গে সেচ দফতরের সুপার ইঞ্জিনিয়ার অলকা আহিররাও জানিয়েছেন, 'গত বছরের তুলনায় নাসিকে জলের অবস্থা ভালো। জল সরবরাহ ও পরিমাণের ব্যাপারে জেলা কালেক্টরের ডিম্যান্ডের কথা জানতে পারি আমরা। পানীয় ও অন্যান্য ক্রিয়াকলাপের জন্য বিতরণের জন্য জলের পরিমাণ নির্ধারণ করি। আগামী জুন পর্যন্ত কোনও জলের ঘাটতি হবে না।'