হাঁসখালি গণধর্ষণকাণ্ডে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার মোবাইল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাঁসখালি গণধর্ষণকাণ্ডে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার মোবাইল

নিজস্ব সংবাদদাতাঃ  হাঁসখালি গণধর্ষণকাণ্ডে অভিযুক্তের বাড়ির মেঝেতে মিলল রক্তের দাগ, আর বিছানার চাদরে বীর্যের দাগ। শুক্রবার সকালে অভিযুক্তের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করল সিবিআই। বৃহস্পতিবার রাতেও অভিযুক্তের বাড়িতে যান ডিআইজি সিবিআই অখিলেশ সিং। সঙ্গে ছিলেন যুগ্ন অধিকর্তা ঘনশ্যাম উপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকালে সেন্ট্রাল ফরেনসিক টিম নিয়ে অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। সে সময় অভিযুক্তের বাড়িতে কেউ ছিলেন না। মূলত গণধর্ষণে মূল অভিযুক্ত হিসাবে ছেলের গ্রেফতারির পরই সপরিবারে এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা। তাই তালা ভেঙেই ঘরে ঢোকেন তদন্তকারীরা। প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। অভিযুক্তের বাড়ির বিছানা থেকে রক্তের দাগ মিলেছে। আগেই নির্যাতিতার বাড়ি থেকে তার পরিহিত জামার কিছু টুকরো তদন্তের স্বার্থে নিয়েছিল সিবিআই। এদিন নেওয়া হয় অভিযুক্তের জামার টুকরোও। তা থেকে নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখা হবে বলে জানা গেছে।