/anm-bengali/media/post_banners/mOf5QebQtqKCgFFIl8BN.jpg)
হাবিবুর রহমান, ঢাকাঃ নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার বাংলাদেশে কাল বৈশাখী ঝড় ও বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা-মেয়ে ও ছেলের মৃত্যু হয়। শাল্লা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বিষেজ্ঞরা কি বলছে, বাংলাদেশে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি ও বজ্রপাত যেকোন মুহূর্তের হতে পারে। আকাশের মেঘ এবং বাতাসের গতিবেগ লক্ষ করে জনগণকে চলাফেরা করতে হবে। অন্যথায় যেকোন মুহূর্তে বিপদের সম্মুখিন হওয়ার সম্ভাবনা থাকে। প্রাকৃতিক দুর্যোগ আত্মরক্ষার যে সকল প্রস্তুতি প্রয়োজন তা মাথায় রেখে কালবৈশাখী এবং বজ্রবৃষ্টির হাত থেকে রক্ষার প্রচেষ্টা করতে হবে। পথচারি এবং খোলা মাঠে কাজে কর্মে থাকা জনগণকে সচেতনতাই ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষার অন্যতম প্রধান উপায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us