​
নিজস্ব সংবাদদাতাঃ আজ নাবি মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। কিন্তু রাজস্থানের খেলোয়াড়রা মাঠে নামার পর থেকেই তাঁরা আজ খুবই প্যাভিলিয়নমুখী হয়ে পড়েছিলেন। তাই শেষরক্ষা করতে পারলো না আজ রাজস্থান। ১৯২ রানের লক্ষ্য অপূরণ করেই মাত্র ১৫৫ রান করে ম্যাচের জয় গুজরাটের হাতে তুলে দিল গোলাপি বাহিনী। গুজরাট ৩৭ রানের ম্যাচের জয় ছিনিয়ে নেয়।