/anm-bengali/media/post_banners/LBnR85EnJbAjayoKoo2u.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হোটেলে তরুণীর রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে দেহ। একই ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়েছে তরুণীর ঠাকুমা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর নাম সোহিনী আইচ। বয়স আনুমানিক ২২ বছর। উত্তর ২৪ পরগনার বারাসতের নবপল্লি এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, নার্ভের সমস্যা ছিল তাঁর। বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বচসা হয়েছিল সোহিনীর। মোবাইল ফোন ভেঙেছিলেন। সোহিনীকে শান্ত করতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ ডায়মন্ড হারবারের স্কাই লার্ক হোটেলে ওঠেন সোহিনী, তাঁর বাবা ধীমান আইচ ও ঠাকুমা আভা আইচ। তারপর এগারোটা নাগাদ হোটেলের কর্মীরা রুমে খাবার দিতে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সোহিনী ও আভাদেবী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর অসুস্থ আভাদেবী। তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর থেকে বেপাত্তা ধীমান আইচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us