নিজস্ব সংবাদদাতা : গুজরাত কংগ্রেসে ভাঙন ধরিয়ে বিধায়ক ইন্দ্রনীল রাজগুরু যোগ দিলেন আম আদমি পার্টিতে। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে নতুন শিবিরে পদার্পণ করলেন তিনি। কেজরিওয়ালের প্রশংসা করে ইন্দ্রনীল রাজগুরু বলেন যে দিল্লির মুখ্যমন্ত্রী জনগণের জন্য লড়াই করেন, তার দলের জন্য নয়। তিনি আরও বলেন, কেজরিওয়ালের এই মনোভাবই তার ওপর প্রভাব ফেলেছে। তিনি প্রথম থেকেই কংগ্রেসে ছিলেন কারণ তিনি জনগণের সেবা করতে চেয়েছিলেন। কংগ্রেসের মধ্যে বিজেপিকে পরাজিত করার ইচ্ছাশক্তির অভাব রয়েছে বলে সুর চড়িয়েছেন বিধায়ক।