নিজস্ব সংবাদদাতাঃ রঙ না দেখেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ঘটনায় কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে এমনটাই বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তৃণমূল সাংসদ সৌগত রায় রাজ্যে ধর্ষণ-কাণ্ড নিয়ে যে মন্তব্য করেছেন, তা অবাঞ্ছিত বলেই উল্লেখ করলেন তৃণমূলের মুখপাত্র। তিনি বলেন, ‘এরকম ঘটনা কেউ চান না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান না। কিন্তু, সামাজিক ব্যাধি থেকে যদি ২-১ টি ঘটনা ঘটে থাকে, তাহলে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করাটা অবাঞ্ছিত।’ মুখ্যমন্ত্রী মহিলা না পুরুষ, তা উল্লেখ করা উচিত নয় বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ আরও উল্লেখ করেছেন, সৌগত রায় একজন দক্ষ সাংসদ। তাঁর প্রশাসনের ওপর আস্থা আছে। তিনি জানেন প্রশাসন কতটা তৎপর। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা যা করেছেন, তা ভারতে কেউ করেননি, এমনটাও উল্লেখ করেন কুণাল ঘোষ।