চিন্তায় ছোট ব্যবসায়ীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চিন্তায় ছোট ব্যবসায়ীরা


নিজস্ব সংবাদদাতাঃ করোনার তিন তিনটি ঢেউ বছরভর সোনার গয়নার খুচরো বিক্রি কমিয়ে দিয়েছিল। অতিমারির প্রকোপ ফিকে হওয়ার পরে ঘুরে দাঁড়ানোর আগেই মূল্যবৃদ্ধির ধাক্কায় ফের তলিয়ে গেল চাহিদা। পয়লা বৈশাখের বাজার নিয়ে তাই হতাশ প্রধানত ছোট-মাঝারি গয়না ব্যবসায়ীরা। অনেকেই বলছেন, ধনতেরসের মতো নববর্ষের মরসুমেও অল্প সোনা কিনে বছর শুরুর হিড়িক দেখা যেত আগে। গলি-ঘুঁজিতে ছোট-মাঝারি অনেক দোকান উপচে পড়ত ক্রেতাদের ভিড়ে। কিন্তু এ বার বেশিরভাগই মাছি তাড়াচ্ছে। কিছু বড় দোকান ব্যবসা করলেও, ছোটরা বসে আছে হা-পিত্যেশ করে।