New Update
/anm-bengali/media/post_banners/vBN3aduUbjEiOFO8RN1t.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এমএনএস প্রধান রাজ ঠাকরেকে ফের একবার আক্রমণ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, 'হিন্দুত্ব নিয়ে আমাদের কিছু শেখানোর দরকার নেই। হিন্দুত্ব শিব সেনার রক্তে রয়েছে, তা ভেসে আসে শিবসেনার শিরায়। যখন হিন্দুত্বের উপর আক্রমণ হয়েছে, সেই সময় বিজেপি সামনের সারিতে ছিল না। আমরা ছিলাম, বালাসাহেব ঠাকরে ছিলেন, উদ্ধব ঠাকরে ছিলেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us