রাতের কলকাতায় চলল সাত রাউন্ড গুলি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাতের কলকাতায় চলল সাত রাউন্ড গুলি


নিজস্ব সংবাদদাতাঃ থমথমে রাতের কলকাতা। রাত ১০ টা নাগাদ শুরু হয় তাণ্ডব। প্রথমে ইট ছোড়াছুড়ি, ভাঙচুর চলে বেশ কিছুক্ষণ। তারপর শুরু হয় গোলাগুলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। বেহালা পূর্ব বিধানসভার চড়কতলা এলাকার ঘটনা। বেহালা থানার পুলিশের সামনেই গুলি চলে বলে অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। একবার-দু বার নয়, পরপর সাত বার গুলির আওয়াজ শোনা গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।