​নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে উপনির্বাচনের দিনে ভোটারদের ঘরে ঘরে খাবার বিলি। তাও আবার খাবার বিলি করা হল পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়ি করে। এমনটাই অভিযোগ উঠলো। কল্যাণপুর হাউজিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িতে ভোটারদের ঘরে ঘরে রুটি, চিকেন এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে। সেই ছবি ধরা পড়ল 'এএনএম নিউজ'-এর ক্যামেরায়। 'এএনএম নিউজ' এর প্রতিনিধিকে এই ছবি দেখাতে বাধাও দেওয়া হল।