অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে ইস্তফা ওয়াই জে দস্তুরের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে ইস্তফা ওয়াই জে দস্তুরের

নিজস্ব সংবাদদাতাঃ হঠাৎ করেই পদত্যাগ করলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজুর কাছে ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। কিন্তু আচমকাই এই পদত্যাগ কেন অতিরিক্ত সলিসিটর জেনারেলের? ঠিক কী কারণে তাঁর ইস্তফা, তা এখনও স্পষ্ট নয়। তবে রামপুরহাটের ঘটনায় ভাদু শেখের খুনের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেবে কি না, তা নিয়ে মামলার দিন আদালতের ভিতরে প্রকাশ্যে অন্য দুই সহকারীর সঙ্গে তাঁর মতনৈক্য হয়। পরে অবশ্য সেই মতানৈক্য মিটে গিয়েছিল এবং ভাদু শেখের খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই ঘটনার পরই অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদ থেকে ওয়াই জে দস্তুরের ইস্তফা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজ্যের সমস্ত মামলায় কেন্দ্রের দায়িত্বে ছিলেন ওয়াই জে দস্তুর।