ফের বিলম্বিত নাসার 'মুন মিশন' পরীক্ষা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের বিলম্বিত নাসার 'মুন মিশন' পরীক্ষা

নিজস্ব সংবাদদাতাঃ ইতিপূর্বে বেশ কয়েকবার বিলম্বিত হয়েছে নাসার 'মুন মিশন' পরিক্ষা। তবে ফের  নাসার 'আর্টেমিস ১ স্পেস লঞ্চ সিস্টেম মুন মিশন' পরীক্ষা ৯ এপ্রিল থেকে হওয়ার কথা ছিল। 



শনিবার নাসার তরফে ঘোষনা করা হয় ১১ এপ্রিল সোমবার থেকে এই পরীক্ষা পুনরায় চালু করা হবে। তবে এবারও পিছিয়ে দেওয়া হল  নাসার 'আর্টেমিস ১ স্পেস লঞ্চ সিস্টেম মুন মিশন' পরীক্ষা। মঙ্গলবার ১২ এপ্রিল থেকে পুনরায় এই পরীক্ষা চালু করার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে নাসা।