মমতাকে ভুয়ো মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন DYFI -এর মীনাক্ষী মুখার্জী

author-image
Harmeet
New Update
মমতাকে ভুয়ো মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন DYFI -এর মীনাক্ষী মুখার্জী

রাহুল পাসোয়ান, আসানসোলঃ কুলটি বাম ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বে লছিপুর চবকা ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কুলটি বোরো অফিসে বিক্ষোভ কর্মসূচি গত শনিবার কুলটির লচ্ছিপুরের যৌন পল্লীতে আসানসোল পৌরনিগমের উদ্যোগে এলাকার যৌন কর্মীদের ভ্যাকসিন দেওয়ার শিবির চলাকালীন প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের  প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান পৌরনিগমের প্রশাসক সদস্যা তবাসুম আরা। সেখানে তিনি নিজের ইচ্ছেতে ডাক্তার ও নার্সদের উপস্থিতিতে এক যৌন কর্মীর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে। আর এই ঘটনা সামনে আসতেই বিতর্কের মধ্যে জড়ান তিনি। তারই প্রতিবাদে কুলটির জোনাল DYFI ও SFI  নেতৃত্বে আজকে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো কার্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শন ও স্বারকলিপি প্ৰদান করা হয়। এতে উপস্থিত ছিলেন নন্দিগ্রামের CPM প্রাথী মীনাক্ষী মুখার্জী। শুনে নিন তিনি কী বললেন...