/anm-bengali/media/post_banners/viRMGdsasqKNaYfpB91s.jpg)
নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ মেয়ে কার? দুই মায়ের টানা পোড়েনে নাবালিকার স্থান হল সরকারি হোমে। ২০০৮ সালে ঘাটালের অজব নগর গ্রামের বাসিন্দা দেবু দোলই রাস্তার ধারে পড়ে থাকা এক ছোট্ট ফুটফুটে বাচ্চাকে তুলে এনে বাড়িতে নিয়ে আসেন। এরপর দেবুর স্ত্রী ছবি দোলই মেয়েটিকে কোলে তুলে নেয়, তারপরেই কুড়িয়ে পাওয়া মেয়েকে সকলে দেখতে আসে। চারিদিকে রটে যায় মেয়ে কুড়িয়ে পাওয়ার ঘটনা। কিন্তু কার সন্তান কোনও খোঁজ নেই। অবশেষে ছবি ও দেবুর সংসারে বড় হতে থাকে তাদের কুড়িয়ে পাওয়া মেয়ে,এমনকি তার নামও রাখা হয় পিউ দোলই। এক বছর পর তারা প্রশাসনিক দফতরে গিয়ে ওই মেয়ের জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড সবকিছুই তৈরি করে। স্কুলেও পড়া শুরু করে পিউ,ধীরে ধীরে বড় হতে থাকে। প্রায় ১২ বছর পর হঠাৎ একদিন ঘাটাল থানার খড়ার পৌরসভার বাসিন্দা রকি সামন্ত ও তার স্ত্রী ইতু সামন্ত পৌঁছে যায় দেবুর বাড়িতে। তারা বলেন পিউ যখন ছোট তখন তার জন্মদাত্রী মা ইতু সামন্ত মানসিক সমস্যা দেখা দেওয়ায় সেই সময় সে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় তার ছোট্ট মেয়েকে। তাই তারা তাদের হারিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। ইতুর দাবি ,তিনি জন্ম দিয়েছেন তাই পিউ থাকবে তাঁরই কাছে,বর্তমানে দুই মায়ের টানাপোড়েনে মেয়ে নাবালিকা হওয়ায় তার বাসস্থান সরকারি হোমে। শুনে নিন ...
​
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8746 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=8739
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us