/anm-bengali/media/post_banners/TeO6FgVCaRUOSV602npE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিনদিন ধরে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের ২১১ নাম্বার কেবিনে ভর্তি অনুব্রত মণ্ডল। তবে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। কখনও তাঁর শারীরিক অবস্থা ভাল, আবার কখনও অসুস্থ হয়ে পড়ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক সমস্যা বুঝতে একাধিক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। দরকার এমআরআইয়েরও। তবে চিকিৎসকদের দাবি, শারীরিক সক্ষমতা না থাকায় পরীক্ষাও করা যাচ্ছে না তাঁর। সুস্থ হতে অনুব্রত মণ্ডলের আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলেই মনে করছেন চিকিৎসকরা। এদিকে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য আগেই এসএসকেএমে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ওই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আবার সব পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখবেন। শনিবার চিকিৎসকরা যখন অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন, তখন তৃণমূল নেতার পিঠের ব্যাথার কথা তাঁরা জানতে পারেন এবং এই পিঠ ব্যাথা তাঁদের যথেষ্ট ভাবাচ্ছে বলে জানা গিয়েছে। এই ব্যাথা কেন হচ্ছে, তা স্পষ্ট হওয়ার জন্য এমআরআই করা অত্যন্ত দরকার। কিন্তু বর্তমানের যা পরিস্থিতি, তাঁর যা শারীরিক অবস্থা, তাতে অনুব্রতর এমআরআই করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। এছড়া একটি সিটি স্ক্যানও করার দরকার। তবে ওই সিটি স্ক্যান এই সপ্তাহে না করে আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার করা যায় কিনা, সেই সব পর্যালোচনা করে দেখছেন চিকিৎসকরা। তাঁর পিঠের ব্যাথা নিয়ে নিউরো বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us